সূদুর ইরান দেশের খোরাশান নগর থেকে হযরত শাহ মোখলেছুর রহমান খোরাসানী (রঃ) নামে একজন বুজুগ বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য পাবনা জেলার চাটমোহর উজেলাধীন হান্ডিয়াল ইউনিয়নের ২ নং ওয়াডে পাকপাড়া গ্রামে এসে ঘাটি স্থাপন করেন এবং দীঘদিন ইসলাম প্রচারের কাজ শেষ করে অবশেষে পাকপাড়া গ্রামেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। অনেক দিন পরে পাকপাড়া সহ আশপাশের এলাকার ধর্ম প্রাণ মুসলমান গন হযরহ শাহ মোখলেছুর রহমান পীরের নামে এখানে একটি মাদরাসা স্থাপন করেন যার নাম পাকপাড়া শাহ মোখলেুির রহমান আলিম মাদ্রাসা।প্রতিষ্ঠানটি ১৯৭৪ইং সনে প্রতিষ্ঠা লাভ করে সরকারী অনুদান প্রাপ্ত হয়ে ১৯৮৫ ইং সনে এমপিও ভুক্ত হয়।আজ অবধী পীর সাহেবের নামে প্রতিষ্ঠিত মাদরাসাটি দ্বীনি শিক্ষার পাশাপাশী আধুনিক শিক্ষা বিস্তারে যথেষ্ঠ অবদান রেখে চলছে। আমরা এই প্রতিষ্ঠানটির উন্নতি এবং অগ্রগতি কামনা করি।আল্লাহ হাফেজ।