বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা ,জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। অত্র এলাকার কিছু সংখ্যক মহৎপ্রাণ ও ধর্ম ভীরু মানুষগনের প্রচেষ্টায় ১৯৭৪ইং খ্রিঃ তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী পাকপাড়া শাহ মোখলেছুর রহমান আলিম মাদ্রাসা। তখন থেকে প্রতিষ্ঠানটি এ এ্লাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলছে।বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ধারা মাদরাসা শিক্ষা। উন্নত ও আলোকিত জাতি গঠনে দ্বীনি শিক্ষার পাশাপাশী আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৫০ বছর ব্যাপী পালন করছে মানুষ গড়ার মহান দায়িত্ব।
বরতমানে ২০২৩ সনে বর্তমান সুযোগ্্য সভাপতি জনাব মোঃ শাহ আলম প্রামানিকের যোগ্্য নেতুত্বে কমিটির অন্যান্্য সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় সম্পুর্ন র্নিজস্স অর্থায়নে ৯০ ফিট একটি ঘর নির্মান করা হয়েছে এবং অত্র শাহ মোখলেছুর রহমান ওয়াকফ এষ্ট্রেটের বিজ্ঞ মোতওয়াল্লি সাহেবের সুদৃষ্টির ফলে মাদরাসার উত্তর পাশের ফাঁকা জায়গা ভরাট করা হয়েছে।এ সবই সম্ভব হয়েছে অত্র প্রতিষ্ঠানের সম্মনিত সভাপতি ও ওয়াকফ এষ্টেটের সম্মনিত সভাপতি এবং মোতওয়াল্লি মহোদয়ের সুদৃষ্টির ফলে। আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোঃ শাহ আলম প্রামানিক ও মোতওয়াল্লি জনাব মাওলানা আব্দুস সামাদ আজাদী সহ সকল সদস্য মন্ডলীকে আন্তরিক অভিনন্দন জানাই। বিজ্ঞ শিক্ষকমন্ডলী গভণিং বডির সম্মানিত সভাপতি সহ সদস্য মন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ আগামিতেও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠানটির সম্মান ও সুখ্যতি বজায় রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।
মোঃ আব্দুর রউফ
অধ্যক্ষ